তনুপ ঘোষ: শ্বশুর বাড়িতে এসে বিষ খেয়ে মৃত্যু জামাইয়ের। ঘটনায় খুনের অভিযোগ তুলছে মৃতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের কামারখালী গ্রামে শ্বশুরবাড়িতে আসে গড়বেতার নবকলা গ্রামের বাসিন্দা তারক দাস অধিকারী। আর বুধবার শ্বশুরবাড়ি থেকেই তারকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের ভাই শম্ভু দাস অধিকারি বলেন, বৌদি রাগারাগি করে তার গড়বেতা থেকে বাবারবাড়ি কামারখালিতে চলে এসেছিল, বৌদিকে ফিরিয়ে নিয়ে যেতে দাদা পরেরদিন মঙ্গলবার শশুরবাড়ি এসেছিল। সেখানেই এই ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে চন্দ্রকোনা থানার পুলিশ।