অরুণাভ বেরা: এক থেকে সাত নম্বর ওয়ার্ড পর্যন্ত সার্কিট বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাল জাতীয় কংগ্রেস। আজ ১৬ জুন ঘাটাল পুরসভায় কংগ্রেস ডেপুটেশন দেয়। এই দাবিতে সরব হয় দল। এছাড়াও পুরসভায় স্থায়ী ও অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবি জানায় তারা। কোয়ারেন্টিন সেন্টারগুলিতে সুষম খাদ্য দেওয়া, নিয়মিত স্যানিটাইজ করা, ঘাটাল শহরের বিভিন্ন এলাকা স্যানিটাইজ করা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের নাম নথিভুক্ত করা সহ পনেরো দফা দাবি জানায় তারা। পুরসভার প্রশাসক বিভাস ঘোষের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়। ছিলেন কংগ্রেস নেতৃত্ব কৌশিক গোস্বামী, কোনি আনসারি, সুপ্রিয় বেরা, বিভূতিভূষণ মহাপাত্র, দেবপ্রসাদ চৌধুরি সহ অন্যান্যরা। কৌশিকবাবু বলেন, দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজনে ঘাটাল পৌরসভাকে অচল করে দেওয়া হবে।