তৃপ্তি পাল কর্মকার:শিশুকে বিক্রি করেছিল মা-বাবাই। সেই শিশুকে উদ্ধার করে আনে পুলিশ। বিষয়টি পশ্চিম মেদিনীপুর শিশু কল্যাণ সমিতিতে জানানোও হয়। পরে ভুল স্বীকার করায় বাবা-মায়ের কাছেই বিক্রি হওয়া শিশুটিকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল পশ্চিম মেদিনীপুর শিশু কল্যাণ সমিতি। চাইল্ডলাইনের ঘাটাল সেন্টার হেড প্রদীপ শাসমল বলেন, আজ ৯ জুন ওই সমিতির নির্দেশেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্রি হওয়া এই শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়। শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়ার সময় প্রদীপবাবু ছাড়াও ঘাটাল থানার এএসআই কৌশিক সেন, অ্যাসিস্ট্যান্ট-টু-সুপার, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৫ হাজার টাকায় আড়াই মাসের কন্যা সন্তানটিকে হাওড়াতে বিক্রি করে দিয়েছিলেন শিশুকন্যার বাবা-মা। শিশুর বাবার নাম বাপন ধাড়া ও মায়ের নাম তাপসী ধাড়া। ঘাটাল শহরের কোন্নগর তথা ঘাটাল ফুটবল গ্রাউন্ডের পশ্চিমে বাড়ি। ২ জুন রাতে ঘাটাল থানার এ.এস.আই কৌশিক সেন এবং চাইল্ডলাইন হাওড়া জেলার শ্যামপুর থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করে এনে ঘাটাল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। মা-বাবার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল পশ্চিম মেদিনীপুর শিশু কল্যাণ সমিতির কাছে। সমিতির কাছে শিশুটির বাবা-মা তাঁদের কৃত কর্মের জন্য ক্ষমা চান। তারই প্রেক্ষিতে শিশুটিকে আজ তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় বলে প্রদীপবাবু জানান।