মনসারাম কর: একদিকে ঘাটাল মহকুমাজুড়ে ভিন রাজ্য থেকে ফিরে আসছেন স্বর্ণশিল্পী জরিশিল্পী সহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ, অন্যদিকে করোনা টেষ্ট করার ক্ষেত্রে ব্যাপক গাফিলতি প্রশাসনের। নজিরবিহীন ভাবে দেখা গেছে ঘাটাল মহকুমার একটা বড় সংখ্যক টেষ্টের রিপোর্ট এসেছে দীর্ঘ ১৪ দিন পর। বেশ কয়েকদিন আবার টেষ্টের জন্য স্যাম্পেল নেওয়াও বন্ধ ছিল। ভিন রাজ্য ফেরত স্বর্ণশিল্পী জরিশিল্পীরা নিজে থেকেই টেষ্ট করাতে চাইলেও সেই টেষ্ট হয়নি। মহকুমা জুড়ে বহু স্বর্ণশিল্পী জরিশিল্পীরা আবার নিজের মত করেই মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট থেকে ফিরেছেন, তাদের টেষ্ট তো দূরের কথা তার সঠিক সংখ্যাটাও প্রশাসনের কাছে নেই। তার উপর জনজীবন এখন স্বাভাবিক, রাস্তা ঘাট দোকান বাজারে ব্যাপক ভিড়। এসব দেখে ঘাটালের একশ্রেণীর মানুষ বলছেন, গোকুলেই বাড়ছে করোনা। আগামী দিনে হয়ত ভয়ঙ্কর সময় আসতে চলেছে।