কোয়ারেনটাইনে থাকাকালীন বিষধর কালাচের কামড়। নুন্যতম স্বাস্থ্য পরিসেবাটুকুও পেলেন না আক্রান্ত। সাপের কামড়ের খবর পেয়ে বাড়ির পরিজনের বাইকে করে নিয়ে যাওয়া হল হাসপাতাল।
এমনই নজির বিহীন ঘটনা ঘটল দাসপুর থানার যদুপুরে। শুধু তাইনয় যদুপুর প্রাথমিক বিদ্যালয়ে একাধিক পরিযায়ী শ্রমিককে কোয়ারেনটাইনে রাখা হলেও প্রশাসনের কোনো সহযোগিতা তাঁরা পাচ্ছেন না বলে অভিযোগ। কোয়ারেনটাইনে থাকার আজ ১৩তম দিনেও আশা কর্মীদেরকেও তাঁরা দেখেননি। স্থানীয় এক ক্লাবের দৌলতে দুবেলা দুমুঠো খাবার জুটছে।
স্থানীয় বিজেপি নেতা অরূপরতন মিশ্র বলেন রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিসেবা একেবারেই ভেঙে ফেলেছে মমতার সরকার। যে সরকার বিপদে মানুষের পাশে দাঁড়ায়না তাদের আর ক্ষমতায় থাকার স্পর্ধা দেখানো বাহুবল প্রদর্শন ছাড়া আর কিছুই নয়।
এবিষয়ে দাসপুর-১ বিডিও বিকাশ নস্কর বলেন, আমাদের ব্লকের যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারের থাকা এক স্বর্ণশিল্পীকে কামড় দিয়েছে বলে আজ ভোরের দিকে জানা গিয়েছে। তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।