কুমারেশ চানক: ঘাটালে আবার প্রেমের শাস্তি! প্রকাশ্যে যুবতীকে কানে ধরে উঠবস।মনসুকা গ্রামপঞ্চায়েত এলাকার কর্ন্দপচক গ্রামের গণআদালতে শুক্রবার মাঝ রাতে এমনই ঘটনা ঘটল। এক যুবতীকে গ্রামের মোড়লরা সবার উপস্থিতিতে কানেধরে উঠবস করানোর ব্যবস্থা করলেন। ওই যুবতীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি এক বিবাহিত পুরুষের সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কে লিপ্ত। সেজন্যই এই শাস্তি। অবশ্য ওই শাস্তি থেকে বাদ যায়নি অভিযুক্ত প্রেমিকও। তাঁকেও একই সঙ্গে ওই গণআদালতে কানধরে উঠবস করানো হয়। খোঁজ নিয়ে জানা গিয়েছে ওই সভার নেতৃত্ব দিয়েছিলেন ইড়পালা এলাকার বাসিন্দা অবসর প্রাপ্ত এক বিএসএফ জওয়ান। এভাবে আইনকে হাতে তুলে নেওয়ার বিরোধিতা করেছে আইনজীবীরা। ঘাটাল আদালতের ক্রিমিনাল কোর্টের প্রবীণ আইনজীবী দেবকুমার চট্টোপাধ্যায় বলেন, এভাবে আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়নি।
যদিও অভিযুক্ত কর্ন্দপচকের ওই যুবতী এবং ইড়পালার বাসিন্দা বিবাহিত ওই যুবক জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনও রকম অবৈধ সম্পর্ক ছিল না। তাঁদের চাপ দিয়েই গ্রামের সালিশি সভায় নিয়ে গিয়ে ওই ভাবে অপদস্থ করা হয়েছিল। ওই এলাকায় এই ধরনের ঘটনা নতুন নয়। ২০১৯ সালের ১৫ জুলাই রাতে ওই গ্রামের পাশের গ্রাম ধসাচাঁদপুরের মোড়লরা একই ভাবে এক গৃহবধূ এবং এক যুবককে গাছে বেঁধে জোর করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তা নিয়েও এলাকায় বিতর্কের ঝড় ওঠে। [সেই দৃশ্য দেখতে দ্বিতীয় ভিডিওটি দেখুন]।
এই ভাবে আইন হাতে তুলে নেওয়া যে সমাজের পক্ষে ঠিক হচ্ছে না জেনেও বার বার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় উদ্বিগ্ন সমাজের সচেতন মানুষ জন।