বাড়ি ফেরার পথে দাসপুরের স্বর্ণশিল্পীর মর্মান্তিক মৃত্যু,দেহ আসিতেই কোয়ারেনটাইনে সহযাত্রীরা

দাসপুরের মৃত স্বর্ণ শিল্পীর দেহ সমেত বাস আজ বৃহস্পতিবারের সকালেই পৌঁছাল দাসপুর থানার রাজনগর কিন্তু করোনা আবহে মৃত ব্যক্তির সঠিক তদন্ত চায় পুলিশ প্রশাসন। দাসপুর পুলিশের তৎপরতায় ভিনরাজ্য ফেরত ওই বাস এবং যাত্রী সহ মৃতদেহ নিয়ে যাওয়া হয় ঘাটাল হাসপাতাল। পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর সূত্রে জানাগেছে,ওই মৃতদেহের ময়নাতদন্তের পাশাপাশি লালারসেরও পরীক্ষা হবে,নিশ্চিত করা হবে ওই ব্যক্তির করোনা সংক্রমণের বিষয়টি।

উল্লেখ্য মহারাষ্ট্রের নিজের কর্মস্থল থেকে বাসে করে ফেরার পথে ওড়িশার কিছু আগে ২৭ শে মে বুধবার দুপুরে বাসের মধ্যেই মৃত্যু হয় দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার গোকুলনগর গ্রামের কমল সেনাপতি(৪৩) নামের এই স্বর্ণ শিল্পীর। বাসের অন্যান্য যাত্রীদের থেকে জানা গেছে ২৬ মে মহারাষ্ট্র থেকে ঘাটালের উদ্দেশ্যে রওনা দেয় এই বাস।

পথে অসুস্থ হয়ে পড়েন কমলবাবু। বুধবার সকালেও বমি পায়খানা করেন তিনি। অন্যান্য যাত্রীরা রাস্তার ধারের একাধিক হাসপাতালে ভর্তি করার চেষ্টা করেন কিন্তু কোথাও ভর্তি না নেওয়ায় বাসেই আসছিলেন অসুস্থ কমল সেনাপতি। অবশেষে মৃত্যু হয় তাঁর। এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের জন্যই ঘাটাল মহকুমা প্রশাসন বিশেষ ব্যবস্থা নিচ্ছে। বাসের প্রায় ৩০ জন যাত্রীকেই ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে কোয়ারেনটাইনে রাখাহচ্ছে। এঁদের প্রত্যেকের লালারসের নমুনা সংগ্রহ করবে ঘাটাল হাসপাতাল।

এক্ষেত্রে বাসের চালক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে জানাগেছে। ওই বাসে ঘাটাল মহকুমা ছাড়াও পাঁশকুড়া ডেবরা এলাকারও কয়েকজন যাত্রী আছেন। চালক যাত্রীদের স্পষ্ট জানিয়েদিয়েছেল বাস থেকে কোনো যাত্রীকেই নামাবেন না। সেই মত তিনি বাসের সমস্ত যাত্রী সহ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে পৌঁছান। বাসের ওই চালকও এখন অন্যান্য যাত্রীদের সাথে কোয়ারেনটাইনে। ক্যামেরায় রাজু কোটাল ও নকিবুল ইসলাম।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!