সংহিতা শিরোমনি: বিশাখাপত্তনম থেকে হেঁটে আসা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো হল। প্রশাসনিক জটিলতার জন্য ৭মে থেকে এতো দিন তাঁরা রামজীবনপুরে আটকে ছিলেন। আজ ১১মে তাঁদের বাড়ি ফেরাচ্ছে প্রশাসন। উল্লেখ করা যায় ৭ মে সকালে রামজীবনপুরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল ১৯ জনের পরিযায়ী শ্রমিকদের দলটি। এতোগুলো মানুষকে একসাথে হাঁটতে দেখে রামজীবনপুরের দেওপুর শিবশক্তি ক্লাবের সদস্যরা তাদের আটকে প্রশাসনে খবর দেয়। ওই দলে দুই গর্ভবতী মহিলাও ছিলেন। এরপর আরও পাঁচ পরিযায়ী শ্রমিক এসে ওই দলে যোগ দেয়। মোট ২৪ জনের পরিযায়ী শ্রমিকদের দলটির খাওয়া দাওয়ার দায়িত্ব নেয় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি। তার মধ্যে ছিল শিবশক্তি ক্লাব, সঞ্জিবনী, অঙ্কুর, জাগৃহি, প্রয়াস, অঙ্কন। বিভিন্ন ব্যক্তির মধ্যে ছিলেন, ব্যবসায়ী দীনেশ ঘোষ, মনোরঞ্জন চৌধুরী,আব্বাস মল্লিক প্রমুখ।
প্রশাসনের তরফে রামজীবনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাম আশিস সিং, চন্দ্রকোণা-১ ব্লকের বিডিও অভিষেক মিশ্র ওই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ডালখোলায় পাঠানোর ব্যবস্থা করেন আজ সকালে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সময় বিদায় জানাতে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন এবং প্রয়াস সংস্থা। প্রয়াস সংস্থার পক্ষ থেকে ওই শ্রমিকদের পথে খাওয়ার জন্য শুকনো খাবার তুলে দেওয়া হয়। খাবার তুলে দেন কল্যান তেওয়ারি, সঞ্জীব রায়, আব্দুল লোতিম, সঞ্জয় নিয়োগী। এতদিন পর ওই শ্রমিকদের বাড়ি ফেরাতে ফেরে খুশি প্রশাসন, খুশি রামজীবন পুরের বাসিন্দারা।