রান্নার গ্যাস সিলিণ্ডার থেকে আগুন আর সেই আগুনেই ভস্মীভূত সারা বাড়ি। দাসপুরের থানার নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্মা গ্রামের বেলতলার এক গৃহস্থের বাড়ি রান্নার গ্যাসের আগুনে ভস্মীভূত। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত বাড়ির মহিলা টুম্পা ভুঁইঞা।
পুলিশ সূত্রে জানা যায়,আজ শুক্রবার দুপুরে গ্যাসে ভাত রান্নার সময় হঠাৎই সিলিন্ডারের পাইপ থেকে আগুন দ্রুত গতিতে বেরোতে থাকলে মুহূর্তে সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পুড়তে শুরু করে বাড়ির চাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর পুলিশ,আসে ঘাটালের অগ্নিনির্বাপক বাহিনী।
ঘন্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্বে আসে। ততক্ষণে পুড়ে ছাই বাড়ির বেশিরভাগ জিনিশপত্র। ভস্মীভূত ওই বাড়ির গৃহকর্তা লক্ষ্মীকান্ত ভুঁইঞার পাশে দাঁড়িয়েছেন নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধান কল্যানী দোলই। তবে গ্যাস সিলিন্ডারের সাথে কোম্পানির দেওয়া রেগুলেটার বা পাইপ না ব্যবহার করার ফলেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।