শুভম চক্রবর্তী: ঘাটাল পৌরসভায় করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন অংশ স্যানিটাইজ করা শুরু হলেও বাদ থেকে যাচ্ছে শহরের সমস্ত এটিএম গুলি। লকডাউন পরিস্থিতিতে ব্যাংকের কাজ সময়সীমা সংক্ষিপ্ত করার ফলে প্রতিদিন টাকা তোলার জন্য বহু মানুষের ভিড় জমে শহরের এটিএম গুলিতে। টাকা জমা ও তোলা সুবিধা থাকার জন্য সেই ভীড় একটু বেশি দেখা যায় স্টেট ব্যাংকের এটিএম তে।কিন্তু অবাক করা বিষয় হলো যেখানে ঘটনা সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি সেইখানেই চলছে চরম অবহেলা। একাধিক মানুষ এটিএম ব্যবহারের সময় হাত দিচ্ছেন মেশিনের বিভিন্ন সুইচে,দরজায় ফলে সংক্রমনের সম্ভাবনা প্রবল রকম। অধিকাংশ এটিএম গুলিতে নেই কোন গার্ড আর যে তিনটি এটিএমে গার্ড আছে আছে সেখানেও নেই কোনো রকম স্যানিটাইজেসন এরব্যবস্থা। শহরের মানুষের সকলেই বাড়ির বাইরে বেরোলে গ্লাভস ব্যবহার করছেন না। শহরের সচেতন মানুষজনও আশঙ্কায় ভুগছেন। এখন সত্যই প্রশ্ন উঠছে ঘাটাল মহকুমার মানুষ কতটা সুরক্ষিত?