সংহিতা শিরোমনি:রামজীবনপুর পুরসভার বিরুদ্ধে ত্রাণের গম পাচারের অভিযোগ উঠল। আর পাচারের অভিযোগ তুলেই আজ ২৯ এপ্রিল পুরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল বিজেপি। বিজেপির অভিযোগ, তৃণমূল নিয়ন্ত্রিত রামজীবনপুর পুরসভা এলাকার দুঃস্থ বাসিন্দাদের জন্য ঘাটালের মহকুমা শাসক ১৮ কুইন্ট্যাল গম পাঠিয়ে ছিলেন। সেই গম পুরসভা বিলি না করে তা অবৈধভাবে পাচার করে দিচ্ছে। এর ফলে দুঃস্থরা বঞ্চিত হচ্ছেন। ঘটনার ব্যাখ্যা করে ওই পুরসভার কাউন্সিলার তথা বিজেপি নেতা শিবরাম দাস বলেন, পুরসভা এলাকার গরিবরা ত্রাণ পাচ্ছেন না এদিকে পুরসভা সেই ত্রাণে গম গুদাম ঘরে রেখে পাচারের ব্যবস্থা করছে। তারই জন্য আমাদের আজকের এই অবস্থান বিক্ষোভ। অভিযোগটি ভিত্তিহীন বলে জানিয়েছেন ওই পুরসভার চেয়ারম্যান নির্মল চৌধুরী। তিনি বলেন, জিআরের(জেনারেল রিলিফ) কিছু গম আমাদের পুরসভার গোডাউনে রাখা হয়েছে। সেগুলি যথা সময়ে সঠিক প্রাপকদের দেওয়া হবে।
এদিকে ওই লকডাউনের সময় ত্রাণ নিয়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে নিয়ে শহরের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।