ঝড়-বৃষ্টি যতই হোক কিছুই যেন প্রভাব ফেলছে না পৌরবাসীর ভিড় জমানোর উৎসাহে

শুভম চক্রবর্তী: সকালের শুরুতেই প্রকৃতি ছিল বিরূপ, ঝমঝমিয়ে নেমে এসেছিল বৃষ্টির। ফলে স্বভাবতই মাথায় হাত পড়েছিল কৃষক থেকে থেকে সবজি বিক্রেতা, মাছ বিক্রেতাদের সকলেরই। একেই বাজারের হাল খুব খারাপ তার ওপর যদি সবজি বিক্রি না হয় তাহলে ভেজা সবজির পচন আটকানো বেশ কঠিন। একই ভয়ের অবস্থা ছিল মাছ বাজারেও। কিন্তু যেহেতু জায়গার নাম ঘাটাল বাজার তাই বৃষ্টি থামার পরেই দুশ্চিন্তার পরিবেশ অমনিগেল পাল্টে। বৃষ্টি থামার পরই মানুষের বাজার করার হিড়িকে ভীড় বাড়লো বাজারে। বাড়লো অহেতুক ঘোরাফেরা।এদিকে বাজারে যাতে না হয় তার জন্য ভোর বেলাতেই ঘাটাল থানার পুলিশ নির্দিষ্ট দূরত্বে বসিয়েছিল সবজি বিক্রেতাদের।এমনকি বৃষ্টিতে ভিজে ও মাছ বাজার নিয়ন্ত্রণ করতে দেখা যায় ঘাটাল থানার এক অফিসারের নেতৃত্বে একটি টিমকে।
কিন্তু এসবের তোয়াক্কা করে কে, দরাদরি করে গোটা বাজার ঘুরে বাজার না করলে যেন মনের আশ মিটছে না পৌরবাসীর। তাতে করোনা বাড়ি আনতেও যেন কোনোও সমস্যা নেই। করোনা খোদ পৌর এলাকাতে থাবা বসানোর পরেও কোনোমতেই যেন হুস ফিরছেনা মানুষজনের।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।