তৃপ্তি পাল কর্মকার: আটদশখানা গ্রামের সংযোগকারী রাস্তা বসে গেল পঁচিশ ফুট। আট দশখানা গ্রামের সংযোগকারী মোরাম রাস্তা বসে যাওয়ায় ফলে সমস্যার মধ্যে পড়লেন পথচারী, রোগী আর ছাত্রছাত্রীরা। সমস্যায় পড়েছেন কৃষকরা। এই ধান কাটার মরশুমে মেন রাস্তা বসে যাবার ফলে ওই রাস্তা ব্যবহার করে আর মাঠে যেতে পারবেন না তাঁরা।দাসপুর-১ ব্লকের সাগরপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে জোতমণিরাম গ্রামের শুরুতে একটা পুকুরের পাড় ঘেঁষা এই রাস্তা চওড়ায় বসেছে আটফুট, লম্বায় বসেছে পঁচিশ ফুট। সাগরপুর গ্রামের বাসিন্দা তপন মাইতি, সুকুমার মাইতি, নিমাই মান্না, কাশীনাথ মণ্ডলরা বলেন ওই রাস্তা সারাই না হলে প্রচণ্ড দুর্ভোগ হবে আট দশটি গ্রামের মানুষের। কারণ এটাই মেন রাস্তা। দাসপুর ১ বিডিও বিকাশ নস্কর বলেন, ঘটনাটি শুনেছি, খোঁজ নিয়ে দেখছি।