মনসারাম কর: ঘাটালের শিশু ও প্রসূতি মায়েদের খাদ্যদ্রব্য নিয়ে বড়সড় দুর্নীতি। মহাকুমার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল,ডাল,তেল নিয়ে মাসের পর মাস চলছে চাঞ্চল্যকর দুর্নীতি।ঘাটাল ব্লকের কোমরা বালিডাঙ্গা সহ বেশ কয়েকটি এলাকার আইসিডিএস সেন্টারে উপভোক্তাদের হাতে বরাদ্দের তুলনায় কম পরিমাণে খাদ্য বিতরণ নিয়ে শোরগোল পড়ে যায়। দাসপুরের রাজনগর এলাকার একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্ষেত্রেও একই অভিযোগ উঠেছে। উপভোক্তাদের অভিযোগ বারেবারেই তাদেরকে খাদ্যদ্রব্য বরাদ্দের তুলনায় অনেক কম দেওয়া হচ্ছে। দেখা গেছে, প্রত্যেক ৫০কেজি চালের বস্তাতে ৭ থেকে ৮ কেজি করে চাল কম। কোনও কোনও বাস্তায় আবার ১০ কেজির উপরে কম চাল রয়েছে। অথচ প্রতিটি বস্তায় কিন্তু নিখুঁত সেলাই করা। ২৫ কেজি ডালের বস্তায় রয়েছে ২২ কেজি ডাল। সেন্টারের দিদিমনিরা বলছেন চাইল্ড ডেভালপমেন্ট প্রজেক্ট অফিসার সবই জানেন। ঘাটালের চাইল্ড ডেভালপমেন্ট প্রজেক্ট অফিসারকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ঘাটাল পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যান কর্মধ্যক্ষ অপর্ণা খাটুয়া ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। উপভোক্তারা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরেই চলছে এই কারচুপি। বিষটি নিয়ে শুর হয়েছে নানান তর্জা।