তৃপ্তি পাল কর্মকার:ছোটোদের শৈশবেও করোনা অতিমারীর প্রভাব। তবে অবশ্যই তা পরোক্ষ প্রভাব। করোনা অতিমারীর জেরে চলছে লকডাউন। সবাই আমরা গৃহবন্দি। ইচ্ছের সবকিছুতেই লাগাম দিতে হয়েছে। ইচ্ছের লাগামে বড়োরা যতটা সাবলীল হতে পেরেছে, ছোটোরা পারেনি। তারা কিছুতেই মানতে পারেনি এই গৃহবন্দি দশা। পড়াশুনার ফাঁকে যেটুকু যা ঘুরতে যাবার বা বাইরে খেলার সুযোগ ছিল, সেটা বড়রা আটকে দিয়েছেন। আটকে দিয়েছেন ছোটোদের ভালোর জন্যই। তাই ঘরের মধ্যেই বোর হচ্ছে বাচ্চারা। কেমন করে শৈশব কাটাচ্ছে ওরা আমরা দেখবো। সারা ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চাদের লকডাউনের ছবিগুলি পাঠিয়েছেন আমাদের স্থানীয় সংবাদের প্রতিনিধিরা।