করোনা মোকাবিলায় লকডাউনের সময়সীমা বেড়েছে বাড়েনি মানুষের সচেতনতা। এবার রাস্তায় বেরোনো মানুষকে সচেতন করতে রাস্তার উপরই করোনার সচেতনতার কথা লিখল দাসপুরের রাজনগর ব্যবসায়ী সমিতি।
বৃহস্পতিবার এই ব্যবসায়ী সমিতির সদস্যরা ঘাটাল মেদিনীপুর সড়কের রাজনগর এলাকায় সড়কের উপরেই, লকডাউন মেনে করোনা মোকাবিলায় পথচারীদের বাড়িতে থাকারই কথা লিখলেন। রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকা কৃষি প্রধান,রাজনগর বাজারে নিয়মিত কৃষকরা তাঁদের সব্জি নিয়ে আসেন।
সামাজিক দূরত্ব মেনে যাতে তাঁরা এবং ক্রেতারা বেচা কেনা করতে পারেন সে জন্য এদিন সমিতির পক্ষে নির্দিষ্ট দূরত্বে গণ্ডী কেটে দেওয়া হয়। ব্যবসায়ী সমিতির সদস্যরা গ্রামবাসীকে অনুরোধ জানালেন,শুধুমাত্র প্রয়োজনের তাঁরা যেন বাজারে আসেন।