লকডাউনের সামাজিক দূরত্বের কথা না ভেবেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দাসপুর থানার আনন্দগড়ে নতুন বাড়ির ছাদ ঢালাই বন্ধ করল দাসপুর পুলিস।
জানা গেছে,ফেসবুকে খবর পরিবেশক আত্মীয়ের হাত ধরে বাড়ির ছাদ ঢালতে গিয়ে বিপত্তি। ছাদ ঢালাইয়ের খবর পেয়েই স্থানীয় ভিলেজ পুলিস আজ রবিবার ওই ছাদ ঢালাই বন্ধ করেন।
লক ডাউনের মধ্যে কীভাবে বহু শ্রমিকের সম্মিলিত উপস্থিতিতে এই ছাদ ঢালেইর কাজ শুরু হল,তা নিয়ে উঠেছে প্রশ্ন। জানা গেছে মন্দিরের ছাদ ঢালাই করবেন বলে প্রশাসনকে জানিয়েছিলেন অভিযুক্ত।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তের এক পরিচিত লকডাউনের শুরুর দিন থেকেই ওই পাড়ায় আছেন। তিনি কলকাতার একটি ফেসবুক পেজে খবর পরিবেশন করেন।
স্বঘোষিত ওই সাংবাদিকের অভয়বাণীতেই নাকি অভিযুক্ত এদিন ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেছিলেন। যদিও আজ ঘটনাস্থলে পুলিস গিয়ে যখন কাজ বন্ধ করে তখন ওই সাংবাদিক বন্ধু চম্পট দেন।