ভিপি ও সিভিকদের উদ্যোগে গৃহবন্দিদের অতিপ্রয়োজনীয় সামগ্রী প্রদান

সুইটি রায়: বর্তমান লকডাউন পরিস্থিতিতে প্রতিনিয়তই দেশবাসী পাশে পাচ্ছে পুলিশদের। কখনো বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে ,কখনো ভবঘুরেদের খাবারের ব্যবস্থা করে, আবার কখনো গান শুনিয়ে সাধারণ মানুষের মন জয় করেছেন তাঁরা। ঠিক এরকমই এক চিত্র ধরা পরল দাসপুর-২ ব্লকের বেনাই গ্রাম পঞ্চায়েতে এলাকায়। বেনাই গ্রামপঞ্চায়েতের ভিলেজ পুলিশ, ওই গ্রামপঞ্চায়েত এলাকার অন্যান্য সিভিক ভলান্টিয়ার এবং কৈজুড়ি শ্রীকৃষ্ণ সুখ সাগর সঙ্গে সংঘের উদ্যোগে আজ বেনাই, আরিট, ভুঁইঞাড়া, নৈহাটি গ্রামের প্রায় ৩০ জন মানুষের হাতে অতি প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হল। এ বিষয়ে বেনাই গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ দেবাশিস ঘোষ এবং ওই ক্লাবের সদস্য অনুকূল মান্না জানান, গত ৯ এপ্রিল থেকে আজ পর্যন্ত ৩দিন ধরে বেনাই সহ পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের প্রায় ৮০০ জন চাহিদা সম্পন্ন মানুষের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয় বয়স্ক মানুষদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ওই সমস্ত জিনিস পৌঁছে দেওয়ার ব্যবস্থাও ছিল l তাঁরা আরও বলেন, মোট দেড় হাজার জনকে এইরকম প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তুলে দেওয়ার লক্ষ্য আছে তাঁদের।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!