এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লকডাউন,ঘাটালের দেওয়ানচক গ্রাম স্বয়ং সম্পন্ন হয়ে দেশকে পথ দেখাচ্ছে

Published on: April 5, 2020 । 11:44 AM

এবার করোনা মোকাবিলায় ঘাটালকে পথ দেখাচ্ছে ঘাটাল থানার দেওয়ানচক গ্রাম। লকডাউন ঘোষনার সাথে সাথেই গ্রামের মানুষের উদ্যোগে গ্রামের মানুষের গ্রামের বাইরে যাতায়াত যেমন বন্ধ তেমনই এ গ্রামেও বহিরাগতদের প্রবেশ নিষেধ। এমাতাবস্থায় গ্রামের মানুষ নিজেরাই নিজেদের গ্রামে বিনিময় প্রথা চালু করেছেন।

যেহেতু গ্রামের কৃষক,মৎস জীবী,কামার,কুমোরের মতো বিভিন্ন সমাজ বন্ধুরা গ্রামের বাইরে গিয়ে নিজেদের উৎপাদন বাজারজাত করতে পারছেন না তাই তারা সপ্তাহে গ্রামের মধ্যেই প্রাচীরে ঘেরা দেওয়ানচক উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে বাজারের ব্যবস্থা করেছেন। আজ রবিবারের সকালে সে বাজারে অন্যান্যদের সাথে গ্রামের কৃষকরা তাদের কৃষিজ ফসল নিয়ে বসেছেন।

গ্রামের ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে চুনে ঘেরা সাদা গণ্ডির মধ্যে থেকেই তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনছেন। অন্যদিকে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের যে সি এস পি গুলি গ্রামের মধ্যে রয়েছে তাঁরা গ্রামের মানুষের অর্থের জোগান দিচ্ছেন বলে জানা গেছে। গ্রামে রয়েছে একাধিক পুকুর,গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী-তাই মাছের চাহিদা অনায়াসে মেটাচ্ছেন গ্রামের জেলেরা।

এক কথায় ঘাটালের দেওয়ানচক গ্রাম এখন সয়ংসম্পন্ন। এ গ্রামের মানুষ সামাজিক দূরত্ব রেখে যে একতা তৈরি করছে তা পথ দেখাচ্ছে ঘাটাল ছাড়িয়ে জেলা এবং রাজ্য ও দেশের সমস্ত গ্রামকে এভাবেই করোনা মোকাবিলায় স্বনির্ভর হতে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা