এবার দাসপুরেও ভয়াল করোনার থাবা

ইন্দ্রজিৎ মিশ্র: দাসপুর থানার এক যুবক করোনাতে আক্রান্ত হলেন। ওই যুবকের বাড়ি দাসপুর সড়বেড়িয়া এলাকার নিজামপুরে। বছর তিরিশের ওই যুবক মুম্বাইতে সোনার কাজ করতেন। তিনি ২২ মার্চ রবিবার ট্রেনে করে বাড়ি ফিরেছেন। তখনই তাঁর সর্দি জ্বর ছিল। তাই তিনি প্রথমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে যান। ঘাটাল হাসপাতালের চিকিৎসকদের কয়েকটি লক্ষণ দেখে সন্দেহ হলে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখান কয়েক দিন আগেই একটি পরীক্ষা করার পর সন্দেহ দেখা দিলে ৩০ তারিখে আরও একটি পরীক্ষা করা হয়। তখনই তাঁর করোনা পজেটিভ সুনিশ্চিত হয় বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। ওই যুবকের পদবি ‘জানা’। নামটা আমরা ইচ্ছে করেই প্রকাশ করছি না। বাড়িতে স্ত্রী, মা ও বাবা —এই চার জনের পরিবার। বাবা বর্তমানে ওই যুবকের সঙ্গে রয়েছেন। করোনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দাসপুর থানার পুলিশ ওই যুবকের বাড়িতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। যাতে ওই পরিবারের কারোর সঙ্গে কেউ যোগাযোগ না রাখেন। তবে দাসপুর এলাকায় যে ভাবে হাট বাজার বসছে এবং যে পরিমাণ ভিড় ভাট্টা হচ্ছে। সেলুন খোলা রয়েছে। চা দোকানে নিয়মিত আড্ডা বসছে। তার ফলে এই এলাকায় বহু মানুষ করোনাতে সংক্রমিত হতে পারেন বলে স্বাস্থ্য দপ্তর আশঙ্কা করছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।