কোভিড১৯,করোনা,ভাইরাস,হোমকোয়ারেনটাই,লগডাউন,স্যানিটাইজার,হান্ডওয়াস,স্টে অ্যাট হোম- বিদেশী ভাইরাসের বিদেশী কথার ফাঁকে আমরা ভুললেও দাসপুরের স্বেচ্ছাসেবী সংস্থাগুলো ভুলেনি গৃহবন্দী দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কথা। লকডাউনের চতুর্থ দিন হাঁড়িতে চাল বাড়ন্ত দাসপুরের মতো গ্রাম্য এলাকার খেটে খাওয়া একাধিক মানুষের ঘরে। মরদ তো ঘরে,বাইরে পুলিসের লাঠির বাড়ি আর অন্দরে অভুক্ত থাকার দিকে গমন।
এমন অবস্থায় আশার আলো দেখালো দাসপুরের পার্বতীপুরের পাড়ার বকাটে ছেলেগুলো,যারা দিনরাত বোর্ড খেলে,ছক্কা হাঁকিয়ে পাড়ার লোকের গালমন্দ খেয়েছে তারাই আজ পাশে। আজ শনিবার চাল,ডাল,আলু,পেঁয়াজ নিয়ে ওরা দুয়ারে দুয়ারে সেই সব পরিবারের যাদের চোখে মুখে করোনার আতঙ্ক নাই আছে কালকে কী খাওয়াবো ছেলে বৌ,বৌমাকে আছে সেই ভাবনা। আজ পার্বতীপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন এর এই উদ্যোগে পাশে ছিল দাসপুর পুলিস। ক্লাবের পক্ষে নীলাদ্রি মণ্ডল জানান, এলাকার বহু পরিবারের মধ্যে তারা আজ এই যৎসামান্য শুকনো চাল,ডাল পৌঁছে দিয়েছেন।