এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনা: ঘাটালে লরিতে করে লুকিয়ে যাত্রী পরিবহণ করা হচ্ছে

Published on: March 25, 2020 । 12:51 PM

তনুশ্রী সামন্ত: লকডাউনের প্রেক্ষিতে যাত্রী পরিবহণের জন্য বাস বন্ধ তো কী হয়েছে? লরিতে করেই লুকিয়ে যাত্রী পরিবহণ করা হচ্ছে। আজ ২৫ মার্চ  সকালের দিকে এমনই দৃশ্য দেখা গেল ঘাটাল-পাঁশকুড়া সড়কের দুনম্বর চাতালে।  একটি লরি ক্ষীরপাইয়ের দিক থেকে প্রায় ২০-৩০জন লোককে নিয়ে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। ঘাটাল শহরের বিশিষ্ট ব্যবসায়ী মানসকুমার দে বলেন, আমার ওই লরিটি দেখে খুব সন্দেহ হয়। আমি ওই লরিটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জানতে পারি লরিতে করে  যাত্রী পরিবহণ করা হচ্ছে। আমি জিজ্ঞাসা শুরু করার   প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়।  ঘাটাল থানার পুলিশ লরিটিকে ব্যাক করিয়ে ফের ক্ষীরপাইয়ের দিকে পাঠিয়ে দেয় বলে জানা গিয়েছে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad