এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া সড়কে রহস্যজনক ভাবে গ্যারেজ মালিকের রক্তাক্ত দেহ উদ্ধার

Published on: March 22, 2020 । 3:22 AM

নিজস্ব সংবাদদাতা: আজ রাতে ঘাটাল পাঁশকুড়া সড়কের বেলিয়াঘাটাতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম দীপক কর্মকার(ক্যাবলা)। বয়স ৪২ বছর। দীপকবাবুর বেলিয়াঘাটাতে একটি গ্যারেজ রয়েছে। রাত ১টা নাগাদ গামছা পরা অবস্থায় গ্যারেজ থেকে প্রায় ৫০০মিটার দূরে পিচরাস্তার পাশে দীপকবাবুকে মৃত অবস্থায় পাওয়া যায়।

কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। দীপকবাবুর বাড়ি দাসপুর থানার দুবরাজপুরে। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।