রবীন্দ্র কর্মকার: ঘাটাল শহরে প্রায় এক কোটি টাকা মূল্যের জমি পুরসভাকে দান করে দিলেন ঘাটালের এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম শঙ্কর চৌধুরী। শঙ্করবাবুর বাড়ি ঘাটাল শহরের কোন্নগরে। ঘাটাল স্টেট ব্যাঙ্কের সামনে কোটি টাকা মূল্যের ১০ শতক ওই জমিটি তিনি আজ ১৩ মার্চ ঘাটাল পুরসভার অনুকূলে দানপত্র রেজিস্ট্রি করে দিলেন। ঘাটাল শহরের কেন্দ্রস্থলে মূল্যবান ওই জায়গাটি পেয়ে খুবই খুশি ঘাটাল পুরসভা। পুরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ বলেন, এর ফলে আমাদের খুবই সুবিধে হবে। পুরসভা পক্ষ থেকে ওই জায়গার উপর একটি আধুনিক শৌচাগার, বিশ্রামাগার, স্নানাগার ও গ্যারেজ বানানোর পরিকল্পনা নেওয়া হবে।
শঙ্কর চৌধুরীর ওই জায়গা দানের পেছনে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই এবং ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজির অবদান রয়েছে বলে জানান ঘাটাল পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তথা আইনজীবী দয়াময় চক্রবর্তী। পুরসভা সূত্রে জানানো হয়েছে, পুরভোট কাটলেই ওই জায়গার উপর সৌন্দর্যায়ণ ও নির্মাণের কাজ শুরু করা হবে।
ঘাটাল পুরসভাকে কোটি টাকার জমি দান করলেন এক ব্যবসায়ী
Published on: March 13, 2020 । 8:32 PM





