সন্তু বেরা: দাসপুরের বেলিয়াঘাটায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হল। গুরুতর জখম দুই। মৃতের নাম বিশ্বনাথ ভুঁইঞা, বাড়ি লাউদা গ্রামে। দাসপুরের পীরতলায় বিশ্বনাথবাবুর চায়ের দোকান আছে। স্থানীয়সূত্রে জানা যায়, আজ ১৩ মার্চ বেলা ১১টা নাগাদ বিশ্বনাথবাবু ঘাটালের দিক থেকে বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে বাইকে অন্য দুই সওয়ারি ঘাটালের দিকে আসছিলেন। ওই সময় হঠাৎ অসাবধানতাবশত দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। গুরুতর জখম অবস্থায় তিনজনকেই উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিশ্বনাথবাবুকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
দাসপুরের বেলিয়াঘাটায় বাইকের ধাক্কায় মৃত ১, জখম ২
Published on: March 13, 2020 । 3:50 PM





