গ্রামের মধ্যে থাকা মদের ভাটি উচ্ছেদে একাট্টা হল গ্রামবাসী। মঙ্গলবারের সকালে দাসপুর থানার ডিহিপলসা লাগোয়া বেলপুকুরের পাড়ের একাধিক মদের ভাটি গ্রামবাসীদের অভিযানে বন্ধ করা হল। নষ্ট করা কয়েকশো লিটার তাজা মদ।
গ্রামবাসীদের অভিযোগ বারে বারে প্রশাসনে এবং মদের ভাটি মালিকদের এ বিষয়ে জানালেও ফল না মেলায় আজ তারা নিজেরাই উদ্যোগ নিলেন এই মদের ভাটির উচ্ছেদে। স্থানীয় বাসিন্দা পলাশ সামন্ত জানান,দিনে দিনে ওই এলাকা দিয়ে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের যাতায়াতে ভীষণ সমস্যা বাড়ছিল। বারে বারে অভিযোগ উঠেছে মদ্যপরা ছাত্রী ও মহিলাদেরকে কটূক্তি করেছে।
তবে গ্রামের অনেকেরই আশঙ্কা, রাজনৈতিক দাদাদের পরোক্ষো সহায়তায় আবারও ওই এলাকায় মদের ভাটির ধোঁয়া না ওঠে।