এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় ১জন শিক্ষকই ৯৬ জন পড়ুয়া নিয়ে পুরো স্কুল চালাচ্ছেন

Published on: March 7, 2020 । 7:56 PM

তনুপ ঘোষ:  স্কুল চালাচ্ছেন মাত্র একজন শিক্ষক। ছ’-ছ’টি ক্লাস, আর শিক্ষক মাত্র এক জন। বেহাল শিক্ষা ব্যবস্থার এমনই দৃশ্য দেখা গেল চন্দ্রকোণা-১ ব্লকের যাদবপুর প্রাথমিক বিদ্যালয়ে। ওই স্কুলে প্রিপ্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ৯৬ জন। ছ’টি ক্লাসের পড়ুয়াদের সামাল দিতে হয় এক জন শিক্ষককেই। একজন শিক্ষক কীভাবেই বা ছাত্র-ছাত্রীদের সঠিক সময় দেবেন, কীভাবেই বা ছাত্র-ছাত্রীদের পড়াশুনা হবে,এখন এটাই বড় প্রশ্ন।  স্থানীয় বাসিন্দারা জানালেন, কিছু দিন আগে পর্যন্ত ওই স্কুলে চার জন শিক্ষক-শিক্ষিকা ছিলেন। দু’জনের বদলি এবং এক জনের মৃত্যু হওয়ায় জন্য বর্তমানে একজন শিক্ষককেই মিড ডে মিল থেকে শিক্ষাদান সব কিছু করতে হয়। এতে অভিভাবকরা বিরক্ত হলেও নিরুপায়। স্কুলের টিআইসি কিঙ্করচন্দ্র খাঁ কী বলছেন, সমস্যা তো হচ্ছেই। তবুও যতটা পারি চেষ্টা করি পড়াতে। সমস্ত বিষয়টি জানে ক্ষীরপাই চক্রের বিদ্যালয় পরিদর্শক কৌশিক ঘোষ। তিনি বলেন, আমরা শীঘ্রই ওই স্কুুলে শিক্ষক পাঠানোর ব্যবস্থা করব।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad