হিরন্ময় পোড়িয়া: ঘাটাল পাঁশকুড়া সড়কের গয়লাখালিতে ট্রাক পথ দুর্ঘটনার কবলে। আর তার জেরে সাময়িকভাবে সমস্যায় যাত্রী সাধারণ। স্থানীয়সূত্রে জানাগেছে শুক্রবার বেলা ১২টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার গয়লাখালিতে এক তৈল কোম্পানির এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে গিয়ে পড়ে। হতাহতের খবর না থাকলেও এর জেরে বেশ কিছুক্ষণ ব্যহত হয় ওই সড়কের স্বাভাবিক যানচলাচল। পরে দাসপুর পুলিস এসে তা স্বাভাবিক করে।