ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনার কবলে ট্রাক

হিরন্ময় পোড়িয়া:  ঘাটাল পাঁশকুড়া সড়কের গয়লাখালিতে ট্রাক পথ দুর্ঘটনার কবলে। আর তার জেরে সাময়িকভাবে সমস্যায় যাত্রী সাধারণ। স্থানীয়সূত্রে জানাগেছে শুক্রবার বেলা ১২টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার গয়লাখালিতে এক তৈল কোম্পানির এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে গিয়ে পড়ে। হতাহতের খবর না থাকলেও এর জেরে বেশ কিছুক্ষণ ব্যহত হয় ওই সড়কের স্বাভাবিক যানচলাচল। পরে দাসপুর পুলিস এসে তা স্বাভাবিক করে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।