তনুপ ঘোষ: পশ্চিম মেদিনীপুর জেলার টেলি টাওয়ার কর্মীদের প্রথম মহাকুমার সম্মেলন অনুষ্ঠিত হল চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে। সম্মেলনে উঠে এল কর্মীদের প্রতি কম্পানীর নানান বঞ্চনার কথা।
https://youtu.be/agg7JA_UqFQ
কম্পানীর বিরুদ্ধে কর্মীদের অভিযোগ, ন্যূনতম বেতন তাদের দেওয়া হচ্ছে না। ৮ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা কাজ করাচ্ছে কম্পানী। প্রতিবাদ করলে মিলছে বঞ্চনা,হারাতে হচ্ছে কাজ। আজকের এই সম্মেলন থেকে একাধিক দাবি-দাওয়া নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিল কর্মীরা। উপস্থিত ছিলেন টেলি টাওয়ার ইউনিয়নের জেলা সম্পাদক সেখ আহম্মেদ উল্লা, সভাপতি জহর পাল, আই.এন.টি.টি.ইউ.সি এর জেলা সভাপতি নির্মল ঘোষ প্রমুখ।