টেলি টাওয়ার কর্মীদের সম্মেলন, দাবি-দাওয়া নিয়ে সরব কর্মীরা

তনুপ ঘোষ: পশ্চিম মেদিনীপুর জেলার টেলি টাওয়ার কর্মীদের প্রথম মহাকুমার সম্মেলন অনুষ্ঠিত হল চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে। সম্মেলনে উঠে এল কর্মীদের প্রতি কম্পানীর নানান বঞ্চনার কথা।

https://youtu.be/agg7JA_UqFQ

কম্পানীর বিরুদ্ধে কর্মীদের অভিযোগ, ন্যূনতম বেতন তাদের দেওয়া হচ্ছে না। ৮ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা কাজ করাচ্ছে কম্পানী।  প্রতিবাদ করলে মিলছে বঞ্চনা,হারাতে হচ্ছে কাজ। আজকের এই সম্মেলন থেকে একাধিক দাবি-দাওয়া নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিল কর্মীরা। উপস্থিত ছিলেন টেলি টাওয়ার ইউনিয়নের জেলা সম্পাদক সেখ আহম্মেদ উল্লা, সভাপতি জহর পাল, আই.এন.টি.টি.ইউ.সি এর জেলা সভাপতি নির্মল ঘোষ প্রমুখ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।