মনসারাম কর: ভুয়ো রেশন কার্ড এবং রেশন ডিলারদের অবৈধ কারবারি রুখতে নয়া নির্দেশিকা জারি করেছিল খাদ্যদপ্তর। শুরু হয়েছিল রেশন কার্ডের সাথে আধার সংযোগ প্রক্রিয়া। ঘাটাল মহকুমা জুড়ে সেই প্রক্রিয়া এখন প্রায় শেষের পথে। মহকুমা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, অল্প কিছুদিনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের মাধ্যমে রেশন বন্টন পদ্ধতি শুরু হবে। মহকুমার প্রত্যেক রেশন ডিলারদের হাতে সেই POS মেশিন পৌঁছে গিয়েছে। মহকুমা জুড়ে প্রায় ৯০ শতাংশ রেশন কার্ডের সাথে আধার সংযোগ হয়ে গিয়েছে। বাকিদেরও এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। পরিবারের যে কেই তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিবারের অন্য সদস্যদের রেশন তুলতে পারবে।