তিন দিন অসুস্থ থাকার পর মৃত ১২ বছরের বালক, সাপের কামড়?

মনসারাম কর: সাপের কামড়ে মৃত্যু নাকি অন্য কিছু, ধন্দে পরিবার থেকে পাড়া-পড়শি সকলেই। ঘাটাল থানার যদুপুরের রহিত সাঁতরা, টানা তিন দিন অসুস্থ হতে হতে মৃত্যু গ্রাস করে তাকে। রহিতের বাবা বিজয় সাঁতরা কর্মসূত্রে কলকাতায় থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে। রহিত পঞ্চম শ্রেণীতে পড়ত। গত ২১ ফেব্রয়ারী শুক্রবার ভোররাতে মারা যায় সে। পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, রহিতের একটা পা তিন দিন ধরে ফোলা ছিল । পরে গ্রামীন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে ব্যাথার ওষুধ দেওয়া হয়। শুক্রবার ভোররাতে মুখ দিয়ে ফেনা উঠতে উঠতে মারা যায় রহিত। মারা যাওয়ার সব লক্ষণ দেখে পরিবার থেকে পাড়া-পড়শি সকলেরই অনুমান সাপের কামড়েই মৃত্যু হয়েছে রহিতের।  রহিতের মৃত্যুর ঘটনা বিশ্লেষন করে সর্প বিশেষজ্ঞদের মতে এই মৃত্যু সাপের কামড়েই হতে পারে, কারণ এখনও গ্রাম গঞ্জের মানুষ সাপ কামড়ের লক্ষনণ বা অসুস্থতার বিষয়ে সচেতন নয়। রহিতের মৃত্যুতে শোকাহত পরিবার থেকে গ্রামবাসী সকলেই। শোকাহত কিসমত দীর্ঘগ্রাম হাইস্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।