এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাই শহরে বিশালাকার দুটি গোখুরো সাপ উদ্ধার, চাঞ্চল্য

Published on: February 21, 2020 । 10:18 PM

রিঙ্কি মাইতি: সাত সকালে বাড়ির উঠোন থেকে উদ্ধার হল বড়সড় দুটি গোখুরো সাপ। ওই সাপদুটিকে নিয়ে চাঞ্চল্য ছড়াল ক্ষীরপাই শহরে। সেই সঙ্গে সাপ দেখতে ভিড় হয় কৌতূহলী মানুষের। আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ক্ষীরপাই পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের সনাতন পাত্রের বাড়ির উঠোনে সাপ দুটি দেখতে পাওয়া যায়। তারপরই খবর দেওয়া হয় বনদপ্তরকে। বন দপ্তরের ওয়াইল্ডলাইফ রিকোভারি টিমের সদস্য গিয়ে সাপদুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad