মনসারাম কর: চলতে চলতেই ওভারলোড লরির সামনের একটি চাকা খুলে পালিয়ে গেল। বেশ কিছুটা ঘর্ষন করে এগিয়ে যাওয়ার পর মাঝ রাস্তাতেই মুখ থুবড়ে পড়ল লরি। ঘটনা মাংরুল ঘাটাল রাস্তার গোবীন্দপুরে। আজ ১৭ ফেব্রুয়ারী বেলা ১১.২০ নাগাৎ এমনি আশ্চর্যজনক ঘটনায় হতবাক ঘটনাস্থলে হাজির হওয়া মানুষজন থেকে পথচলতি সকলেই। তবে ঘটনায় কারও ক্ষয়ক্ষতি কিছু হয়নি বলেই জানা গেছে। চালক জানিয়েছে পাতি কেটে যাওয়ার ফলেই এই ঘটনা, তবে ওভারলোড গাড়ি চলাচল নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।