রাতের অন্ধকারে গরু ছাগল চুরির অভিযোগে গৃহকর্ত্রী এবং স্থানীয় ভিলেজ পুলিস ও সেভিকদের চেষ্টায় ধরা গেল গাড়ি সহ অভিযুক্তদের। কিন্তু আদৌ কী তারা গরু চুরির উদ্দেশ্যে এসেছিল?
ঘটনা দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর পশ্চিমের। খেলার মাঠের কোনেই বিফল জানার গোয়াল।
অভিযোগ শনিবার রাতে রাত প্রায় আড়াইটা নাগাদ সেই গোয়াল থেকেই একটি গরু ও কয়েকটি ছাগল অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করলে দেখে ফেলেন গৃহকর্ত্রী ছায়া জানা। ডাকেন স্বামী বিফল জানাকে। স্থানীয় ভিলেজ পুলিস সুশান্ত কপাটের কাছে খবর গেলে ওই রাতেই সেভিকদের চেষ্টায় অভিযুক্তদের ধরে গাড়ি সহ পাঠানো হয় দাসপুর থানায়।
তবে অনেকেই এটিকে চুরির ঘটনা বলে মানছেন না। দাসপুর পুলিসের তরফে জানানো হয়েছে এর মধ্যে ভুলবোঝাবুঝি হয়েছে। ওই গ্রামের স্থানীয় কৃষকদের সব্জী আড়ত থেকে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি নিয়মিত ওই মাঠে যাতায়াত করে। গাড়ির মালিক ও চালক উভয়েই স্থানীয়। তাই চুরির ঘটনা নয় বলে প্রাথমিক ধারনা পুলিসের। আমরা কথা বলি আড়ত মালিক রাম পাত্রের সাথে তিনি জানান,মাঠে গাড়ি ঠেকিয়ে চালক ওই গোয়ালের পিছনে গিয়েছিল শৈচকর্ম করতে সেই সময়ই তাকে চোর মনে করে ধরা হয়েছে।