জীবনের মায়া না করে ঘাটাল মহকুমার মানুষের স্বার্থে টিম স্থানীয় সংবাদ পথে নেমে একের পর এক ওভার লোড গাড়ির চিত্র তুলে ধরে প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল বাস্তব চিত্রটা।
ফল মিলেছে,টনক নড়েছে প্রশাসনের। ঘাটাল পাঁশকুড়া সড়কের হাল ফেরাতে শুক্রবার ১৪ ফেব্রুয়ারি পথে নেমে একের পর এক ওভার লোডেড গাড়ি বাজেয়াপ্ত করে আইনি ব্যবস্থা নিলেন ঘাটালের মহকুমা শাসক ও পরিবহন দপ্তরের অফিসাররা।
এদিন ঘাটাল পাঁশকুড়া সড়কে যাতায়াতকারী মালবাহী গাড়ি গুলির উপর রেড চালিয়ে চক্ষু চড়কগাছ মহকুমা শাসক অসীম পাল ও ঘাটাল মহকুমার অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক জয়দ্রথ সাহার।
এদিন পরিবহন দপ্তরের তরফে বেশ কয়েকটি ওভার লোডেড গাড়িকে চহ্নিত করে গাড়ি গুলিকে সিজ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় বলে জানাগেছে।
ঘাটাল মহকুমার অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক জয়দ্রথ সাহা বলেন, পরিবহণ দপ্তরের নিয়ম মতো আমরা আটক করা প্রত্যেকটি গাড়ির ওপর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এবার থেকে ঘাটাল মহকুমার বিভিন্ন স্থানে এই অভিযান আমাদের নিয়মিত চলবে।
মহকুমা শাসক অসীম পাল জানান,এভাবেই ক্রমাগত ঘাটাল পাঁশকুড়া সড়কে অভিযান চালানো হবে।
ঘাটাল মহকুমার মানুষের পাশে মানুষের সাথে টিম স্থানীয় সংবাদ অতন্দ্র প্রহরী রূপে সদা জাগ্রত।