নিজস্ব সংবাদাতা:ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মায়া ঘোষ প্রয়াত হলেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৯ বছর। সিপিএম প্রতীকে ১৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত মায়াদেবী ১৯৮১-১৯৮৫ টার্মে ঘাটাল পুরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি ঘাটাল পুরসভার প্রথম মহিলা চেয়ারম্যান তো বটেই এই রাজ্যেরও তিনিই ছিলেন প্রথম মহিলা চেয়ারম্যান। সিপিএম নেতা উত্তম মণ্ডল বলেন, মায়াদেবী বরাবরই সিপিএমের নেতৃত্ব দিতেন। ১৯৮১ সাল ২০০০ সাল পর্যন্ত ১৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলার ছিলেন।
ঘাটালের প্রাক্তন চেয়ারম্যান মারা গেলেন









