এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমার মাধ্যমিকে ছাত্রীদের সংখ্যা বেশি

Published on: February 10, 2020 । 10:05 AM

তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল মহকুমায় এবছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা অনেক বেশি। এই মহকুমায় এবার মাধ্যমিক পরীক্ষায় বসছে মোট ১১ হাজার ৭৫১ জন। এদের মধ্যে ছাত্র রয়েছে ৪৯৯৮ জন এবং ছাত্রী ৬৭৫৩ জন। ওই সংখ্যার মধ্যে রয়েছে ২৮৩ জন সিসি এবং ৪২ জন কম্পার্টমেন্ট পরীক্ষার্থী। অবশ্য সিসি’র মধ্যেও ছাত্রীদের হার অনেকটাই বেশি। সিসিতে যেখানে ছাত্র রয়েছে ৩২ জন সেখানে ছাত্রীর সংখ্যা ২৫১ জন। কম্পার্টমেন্টে ছাত্রের সংখ্যা ১৫ জন এবং ছাত্রীর সংখ্যা ২৭ জন। মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মহকুমায় মোট ২৫টি সেন্টার করা হয়েছে। এক একটি  সেন্টারে ৬০০’র আসেপাশে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে। সবচাইতে বেশি পরীক্ষার্থী রয়েছে ঘাটাল বিদ্যাসাগার হাইস্কুল সেন্টারে। ওখানে ৬৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তার মধ্যে ছাত্রীই রয়েছে ৫০৮জন। সবচাইতে কম পরীক্ষার্থী রয়েছে ঘাটাল ব্লকের মনোহরপুরে। ওখানে পরীক্ষার্থীর সংখ্যা ২১২জন। তার মধ্যে ছাত্রী ১১৭জন। শুধু ছাত্রীদের নিয়ে সেন্টার করা হয়েছে দাসপুর-২ ব্লকের চাঁইপাট-১ তথা চাঁইপাট বালিকা বিদ্যালয়ে। ওখানে পরীক্ষার্থীর সংখ্যা ২৪২ জন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now