এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে কোরাস পত্রিকার কবিতার টানে কবিতা উৎসব ২০২০

Published on: February 9, 2020 । 9:27 PM

মনসারাম কর: কবিতার টানে কবিতা উৎসব, কোরাস গোষ্ঠীর আয়োজনে অধ্যাপক লক্ষণ কর্মকারকে সাথে নিয়ে ঘাটালের কুশপাতায় ঘটা করে হয়ে গেল কবিতা উৎসব ২০২০, কোরাস ২০১৯ এর সাহিত্য সম্মান’ পেলেন কবি আশীস মিশ্র। কোরাস বর্তমান সময়ের পত্রিকা জগতের এক উজ্বল নাম, কবি সাহিত্যিকদের এক অন্যতম সৃষ্টি। বর্তমান টাচ্ ফোনে নতুন প্রজন্ম যখন কবি সাহিত্যিকদের লেখা পড়া থেকে অনেক দুরে তখন কোরাসের বার্তা বই পড়, আমাদের সকলের বই পড়া উচিত। কবিতা উৎসবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অধ্যাপক তথা সৃজন পত্রিকার সম্পাদক লক্ষন কর্মকার। উপস্থিত ছিলেন অন্যান্য জেলার প্রায় শতাধিক কবি সাহিত্যিক। দেখুন বিস্তারিত…

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।