মদ্যপ অবস্থায় মন্দির চত্বরে মাঝে মধ্যেই ঢুকে পড়ছে কয়েকজন অসামাজিক ব্যক্তি। মন্দিরের আগত মহিলা ভক্তরাই তাদের লক্ষ্য। নষ্ট করার চেষ্টা হচ্ছে মন্দিরের পবিত্রতা। অভিযোগ, এর পিছনে রয়েছেন স্থানীয় এক অনুমোদন প্রাপ্ত মদ দোকানের প্রত্যক্ষ মদত। মন্দিরের সিসি টিভি ফুটেজেও মিলেছে মদ্যপদের উশৃংখলতা। মন্দির কর্তৃপক্ষের আরও অভিযোগ এ বিষয়ে পুলিস প্রশাসনও কোনো এক অজ্ঞাত কারণে চুপ।
দাসপুর থানার পলাশপাই গ্রাম পঞ্চায়েতের জয়রামচক গ্রামের জয়রামচক নিমতলা মহাপ্রভু মন্দিরের। ৪ঠা ফেব্রুয়ারি সন্ধ্যেতেও মন্দিরে মদ্যমদের অনুপ্রবেশের জেরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মন্দিরে। কর্তব্যরত দাসপুর থানার সেভিক ভলেন্টিয়াররা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
তবে মন্দিরের মহারাজ সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন মন্দির থেকে ঢিল ছোঁড়া দুরত্বের এক মদের দোকানের মালিকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে মন্দিরে আগত ভক্তদের মধ্যে শুরু চাপানুতর। যদিও দাসপুর পুলিসের পক্ষে স্পষ্ট জানানো হয়েছে,এ বিষয়ে তাঁরা লিখিত অভিযোগ পাননি।