মনসারাম কর: ঘাটাল মহকুমা জুড়ে এতদিন পর্যন্ত প্রত্যন্ত গ্রামের দিকে রান্নার গ্যাস পরিষেবার কোনও নিথিভূক্ত ডিস্ট্রিবিউটর বা এজেন্ট ছিল না। ফলে সাধারণ মানুষের হেঁসেলে গ্যাস পরিষেবা দিতে কাল ঘাম ছুটেছে মহকুমার গ্যাস ডিলারদের। তাই এলাকার কারও না কারও হাত ধরে গ্রামের দিকে গ্যাস পরিষেবা দিতে হত। তার স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্নও উঠেছে বার বার। কেন্দ্রের উদ্দ্যোগে এর পর থেকে প্রত্যেক কেন্দ্রীয় লাইসেন্সপ্রাপ্ত ডিজিটাল সেবা কেন্দ্র (সি.এস.সি) বা তথ্যমিত্র কেন্দ্রই হতে চলেছে নথিভূক্ত গ্যাস ডিস্ট্রিবিউটর বা স্থানীয় এজেন্ট। ঘাটাল মহকুমা জুড়ে শুরু হয়েছে সেই প্রক্রিয়া, চলছে চুক্তিপত্রের কাজ। গ্যাস অফিস সুত্রে জানা গেছে, সি.এস.সি বা তথ্যমিত্র কেন্দ্রে গ্যাস স্টক থাকবে, প্রত্যেকেই এখান থেকে খুব সহজে গ্যাস সিলিন্ডার পেতে পারবে, খুব তাড়াতাড়ি শুরু হবে সেই পরিষেবা। এই পরিষেবা চালু করতে সি.এস.সি বা তথ্যমিত্র কেন্দ্রকে নির্দিষ্ট সিকিউরিটি মানি জমা দিতে হচ্ছে।
Home এই মুহূর্তে রান্নার গ্যাস মানুষের কাছে পৌঁছে যাবে সি.এস.সি বা তথ্যমিত্র কেন্দ্রের মাধ্যমে, ঘাটাল...