গৌরা সোনামুই সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী বামপন্থী পার্থীরা

শ্রীকান্ত ভূঁঞ্যা: সমবায় সমিতির নির্বাচনে ৫৬ টি আসনের ৪৬ টিতেই জয়লাভ করল বামপন্থীরা। বাকি আসনের মধ্যে তৃণমূল ৫ ও বিজেপি ৫ টি আসন পেয়েছে। ভোট গ্রহণ ও গণনা শেষে  এলাকাজুড়ে বামপন্থী কর্মীদের মধ্যে উৎসাহ, উচ্ছাস । সিপিএম এর মহাদেব বন্দোপাধ্যায় বলেন, কৃষির সার্থে কৃষকের সার্থে আগামী দিনে আরও অনেক উন্নয়নশীল কাজ করবে আমাদর প্রতিনিধিরা, ব্লক স্তরের উচ্চ নেতৃত্বদের দিয়ে প্রচার করলেও কিছুই করতে পারল না তৃণমূল, এই জয় গণতন্ত্রের জয়, গতবারের নির্বাচনে বামপন্থীরা পেয়েছিল ৩৩ টি আসন এবার ৪৬ টি, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তৃণমূল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।