এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আর নয় সাপের কামড়ে মৃত্যু,সাপের কামড় খেয়ে বাঁচার উপায় জানালেন গবেষক সুব্রত বুড়াই

Published on: February 1, 2020 । 8:03 AM

প্রতিবছর বিষধর সাপের কামড়ে বহু মানুষের অকাল প্রয়াণ ঘটে। আমাদের প্রিয় ঘাটাল মহকুমায়ও প্রতি বছর বহু মানুষ বিশেষ করে কৃষিজীবী মানুষেরা কৃষিকাজের সময় সাপের কামড় খান। কিন্তু সাথে সাথে ওঝার কাছে না গিয়ে স্থানীয় হাসপাতালে গেলেই সর্পদংশনের রুগীকে বাঁচানো সম্ভব। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা আমাদের প্রিয়জনকে হারাই। ঘাটাল মহকুমাজুড়ে দাসপুরের বিশিষ্ট শিক্ষক ও গবেষক গোমুকপোতা গুনধর বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুব্রত বুড়াই বহু বছর ধরে সাপের কামড় নিয়ে গবেষণা এবং এলাকায় সচেতনতা করে চলেছেন।

আমরা টিম স্থানীয় সংবাদের পক্ষে সুব্রতবাবুর মূল্যবান বক্তব্য ও স্লাইডশো তুলে ধরলাম। সুব্রতবাবু তাঁর বক্তব্যে জানিয়েছেন এক জন সাপে কাটা রুগীকে ঠিক কীভাবে খুব সহজেই বাঁচিয়ে তোলা যায়। দেখুন ও জানুন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now