এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

৮৬ বিঘা জায়গা জুড়ে পার্কসহ চন্দ্রকোনায় নানান প্রকল্পের উদ্বোধনে জেলাশাসক রশ্মী কোমল

Published on: January 31, 2020 । 10:12 AM

মনসারাম কর: মনোরম খোলা প্রাকৃতিক পরিবেশে বায়ো-ডাইভারসিটি পার্কের শুভ উদ্বোধন। ৩০ জানুয়ারী চন্দ্রকোনা-১ ব্লকের পুড়শুড়ির ভূঁঞ্যা পুকুরের পাড়ে ৮৬ বিঘা খাস জায়গার উপর তৈরি বায়ো-ডাইভারসিটি পার্কের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মী কোমল। পার্কের মাঝে বিশালাকার পুকুর এবং চারপাশের পাড়ে রয়েছে রং-বেরঙের ফুল বাগান, বাহারি গাছ, বসার জায়গা, পানীয় জলের ব্যবস্থা। চন্দ্রকোনা-১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই বলেন,  প্রতিদিন নিয়ম মেনে সকাল-বিকাল খোলা থাকবে এই পার্ক, নির্দিষ্ট টিকিট মুল্য দিয়ে সকলেই পার্কে প্রবেশ করতে পারবে, পার্কে বোটের ব্যবস্থাও করা হবে, এখানকার মানুষ খুবই খুসি। একই সাথে এইদিন জেলাশাসক চন্দ্রকোনা এলাকায় দুগ্ধপ্রকল্প সহ পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষদের জন্য ওয়েটিং রুম, ব্লক অফিস চত্তরে এটিএম, কালিকাপুরে ক্লাবের এক গ্রন্থাগারও উদ্বোধন করেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।