অসীম বেরা: ডাইনি অপবাদ দিয়ে মহিলাকে জরিমানা ও ঘরছাড়ার করার নিদান, এমনি নারকীয় ঘটনার স্বাক্ষী চন্দ্রকোনা থানার নীলগঞ্জ সবনপাড়া এলাকা। প্রশাসনিক হস্তক্ষেপে চন্দ্রকোনার লক্ষী হাঁসদার আপাতত ঠাঁই আত্মীয় বাড়ি।
বিংশ শতাব্দীর শেষভাগে দাঁড়িয়ে এ কেমন অপসংস্কৃতি, যেখানে মহকুমাতে বিদ্যাসাগরের জন্ম সেই মহকুমার মানুষ কি এখনও কুসংস্কারের অন্ধকারে ডুবে রয়েছে। চন্দ্রকোনা থানার নীলগঞ্জ সবনপাড়া এলাকার বাসীন্দা লক্ষী হাঁসদাকে ডাইনি অপবাদ দিয়ে জরিমানার নিদান দেয় এলাকার বেশ কিছু মানুষ, অনাদায়ে ঘরছাড়ার হুমকি। ঘটনার খবর পেয়ে ছুটে যান চন্দ্রকোনা থানার পুলিশ ও চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি। প্রশাসনের হস্তক্ষেপে লক্ষী হাঁসদার ঠাঁই এখন আত্মীয় বাড়ি। বিডিও বলেন, গ্রামের মানুষের সচেতনতার অভাবেই এধরণের ঘটনা।স্বাস্থ্য দপ্তর,পুলিশ ও আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট মানুষদের নিয়ে ওই গ্রামে ডাইনি প্রথার বিরুদ্ধে সচেতনতামুলক কর্মসূচী নিয়ে গ্রামের মানুষের মধ্যে অন্ধবিশ্বাস দুরকরার উদ্যোগ নেওয়া হবে।আপাতত প্রশাসনের নজরদারিতে গ্রাম থেকে বয়কট হওয়া লক্ষ্মী হাঁসদাকে তার আত্মীয় বাড়িতেই থাকার সমস্ত রকম বন্দবস্ত করা হয়েছে।