দাসপুরের কুঞ্জপুর সামাটবেড়িয়ায় হল নারীদের বিশেষ প্রশিক্ষণ

সৌমেন মিশ্রঃকুঞ্জপুর সারদা নারী সংগঠনের উদ্যোগে দাসপুর ১ নম্বর ব্লকের সামাট বেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ২৬ জানুয়ারি রবিবার সাধারণতন্ত্র দিবসের দিন ১৩ তম বার্ষিক এক দিবসীয় মহিলা প্রশিক্ষণ শিবির হল।

কুঞ্জপুর সামাটবেড়িয়া সারাদা নারী সংগঠনের সম্পাদক ঝর্ণা ধাড়া জানান, স্বামী বিবেকানন্দের মনুষ্যত্ব উন্মেষ ও চরিত্র গঠনকারী শিক্ষাকে পাথেয় করে ১৯৬৭ সালে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল এর সূচনা হয় যা সারা ভারতে ১৪ থেকে ১৫ টি রাজ্যের ৩০০টি কেন্দ্রের মাধ্যমে ছাত্র যুবকদের মধ্যে কাজ করে চলেছে।
এর পাশাপাশি বোন ও মায়েদের মধ্যে ওই একই ভাবাদর্শ প্রচারের লক্ষ্যে ১৯৮৮ সালে তৈরি হয় এই সারদা নারী সংগঠন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!