মনসারাম কর: অবাক কাণ্ড, ধানের বস্তা বোঝাই লরি একেবারে নয়নজুলির ওপারে। আজ ২২ জানুয়রী ঘটনাটি ঘটেছে ঘাটাল-মাংরুল রাস্তার পালপুকুর সংলগ্ন এলাকায়। চালক জানান, অতি সংকীর্ণ রাস্তায় সামনের দিক থেকে আসা অন্য আর একটী গাড়িকে পাশ দিতে গিয়েই এই বিপত্তী। দুর্ঘটনায় চালক অল্পের জন্য রক্ষা পেয়েছেন। লরিটি ধান নিয়ে বর্ধমানের উদ্দ্যেশে যাচ্ছিল। আগেও বারে বারে ঠিক এই জায়গাতেই অনেক দুর্ঘটনা ঘটেছে। প্রসংগত, ঘাটাল-মাংরুল রাস্তার মেরামতির কাজ অল্প কিছুদিন অগেই হয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ মেরামতির কাজ শেষ হওয়ার আগেই মাত্র কয়েক দিনের মধ্যেই বড়পুল থেকে ঢলগোড়া পর্যন্ত রাস্তার পিচ ভেঙে গিয়ে রাস্তার মাঝে বড় বড় গর্ত তৌরী হয়েছে এবং রাস্তাটি এতটায় সংকীর্ণ যে একটি গাড়ি আর একটি গাড়িকে পাশ গেলেই বিপদ, আশ্চর্যজনক ভাবে প্রায় ২ কিমি রাস্তায় পিচ থেকে নামতে গেলেই এক দেড় ফুট গর্তের মধ্যে পড়তে হয় যাত্রীদের, তাই বিপদ সবসময় ওঁত পেতে থাকে এই রাস্তায়। পূর্ত দপ্তরের এহেন কার্যকলাপে ক্ষুব্ধ নিত্যযাত্রী থেকে এলাকাবাসী সকলেই।এই নিয়ে পূর্ত দপ্তরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গোকুলদাস মালাকার বলেন, ওই রাস্তায় ওভারলোড গাড়ি চলাচলের জন্যই রাস্তা ঠিক রাখা যাচ্ছে না, ওভারলোড গাড়ি চলাচল বন্ধ করার জন্য মহকুমাশাসককে জানানো হলেও কোনো কাজ হয়নি, রাস্তার বহন ক্ষমতা ১৬ টন কিন্ত ৭০ টনের লরি চলাচল করছে, তায় আমাদের কিছু করার নেই, রাস্তাটি সম্প্রসারণের জন্য প্রজেক্ট পাঠানো হয়েছে, খুব তাড়াতাড়ি তা করা হবে।