এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সড়বেড়িয়ার ছাত্রছাত্রীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দিল ঘাটাল ফায়ার ব্রিগেড

Published on: January 22, 2020 । 1:29 PM

ঘাটাল ফায়ার ব্রিগেডের পক্ষথেকে দাসপুর ১ নম্বর ব্লকের হাট সড়বেড়িয়া বি সি রায় হাইস্কুলে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক জানান,বিদ্যালয়ে হঠাৎ আগুন দেখা দিলে আপদাকালিন পরিস্থিতিতে কীভাবে একজন ছাত্র বা সাধারণ নাগরিক তা সামাল দেবে তার খুটিনাটি কিছু নিয়ম এবং তার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় ঘাটাল ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে।

২১ জানুয়ারি বিদ্যালয়ের অডিটরিয়ামে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে ঘাটাল ফায়ার ব্রিগেডের পক্ষে দায়িত্বপ্রাপ্ত অফিসার স্বপন কুমার পাত্রের তত্বাবধানে এদিন এই বিশেষ মকড্রিল ট্রেনিং হয়। ঘাটাল ফায়ার ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত অফিসার স্বপনবাবু জানান এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে আগুন লাগার বিভিন্ন কারণ,ধরন এবং তা নির্বাপণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনারর পাশাপাশি হাতে কলমে সেই সব পদ্ধতি ছাত্রছাত্রীদের শেখানো হয়েছে। স্বপনবাবু আরও জানান মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে তাঁরা এভাবে প্রশিক্ষনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা