সড়বেড়িয়ার ছাত্রছাত্রীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দিল ঘাটাল ফায়ার ব্রিগেড

ঘাটাল ফায়ার ব্রিগেডের পক্ষথেকে দাসপুর ১ নম্বর ব্লকের হাট সড়বেড়িয়া বি সি রায় হাইস্কুলে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক জানান,বিদ্যালয়ে হঠাৎ আগুন দেখা দিলে আপদাকালিন পরিস্থিতিতে কীভাবে একজন ছাত্র বা সাধারণ নাগরিক তা সামাল দেবে তার খুটিনাটি কিছু নিয়ম এবং তার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় ঘাটাল ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে।

২১ জানুয়ারি বিদ্যালয়ের অডিটরিয়ামে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে ঘাটাল ফায়ার ব্রিগেডের পক্ষে দায়িত্বপ্রাপ্ত অফিসার স্বপন কুমার পাত্রের তত্বাবধানে এদিন এই বিশেষ মকড্রিল ট্রেনিং হয়। ঘাটাল ফায়ার ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত অফিসার স্বপনবাবু জানান এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে আগুন লাগার বিভিন্ন কারণ,ধরন এবং তা নির্বাপণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনারর পাশাপাশি হাতে কলমে সেই সব পদ্ধতি ছাত্রছাত্রীদের শেখানো হয়েছে। স্বপনবাবু আরও জানান মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে তাঁরা এভাবে প্রশিক্ষনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!