মনসারাম কর: সাত সকালে বাড়ির বারন্দা থেকে উদ্ধার এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ, ঘটনায় শোরগোল এলাকায়। চন্দ্রকোনা থানার রামজীবনপুর পৌরসভার রাজমা গ্রামের বাসিন্দা বিন্দাবন সরকারের মৃতদেহ মঙ্গলবার সকালে উদ্ধার হয় তার বাড়ির উঠান থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান গলা কেটে খুন করা হয়েছে তাকে। কি কারণে খুন তার তদন্তে নেমেছে চন্দ্রকোনা থানার পুলিশ।