মনসারাম কর: বর্ষবরণের রাতে কড়া পুলিশি নিরাপত্তা থাকবে ঘাটাল জুড়ে। ঘাটাল থানা সূত্রে জানা গেছে ৩১ ডিসেম্বর বর্ষবরণকে কেন্দ্র করে সকাল থেকেই ঘাটাল জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা থেকে সেই নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়েছে। সারারাত ব্যাপী রাস্তায় থাকবে মোবাইল ভ্যান ও বাইক পেট্রলিং। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই পুলিশ তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করবে। প্রসঙ্গত বর্ষবরণ উপলক্ষে ঘাটাল জুড়েই থাকছে বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান। ঘাটালের বিদ্যাসাগর স্কুল মাঠেও একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থ্রিডি রঙিন লাইট সংযোগে থাকছে একগুচ্ছ অনুষ্ঠান।