এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুরে পথ দুর্ঘটনা

Published on: December 20, 2019 । 7:54 PM

হিরণ্ময় পোড়া: ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুরে বড়সড় পথ দুর্ঘটনার কবলে এক মাল বোঝাই লরি। শুক্রবার সন্ধ্যেবেলা লরিটি ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে পাঁশকুড়ার দিকে যাবার সময় দাসপর থানার দাসপুর পীরতলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। এর জেরে কয়েকটি বিদ্যুতের তার ছিঁড়েছে।

চালক ও খালাসীকে উদ্ধার করেছে স্থানীয়রা। এর জেরে দুর্ঘটনাগ্রস্থ এলাকার কয়েকটি বাড়ি বিদ্যুৎহীন বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭